ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সান্ধ্যকালীন কোর্স বন্ধে রাবিতে সমাবেশ মঙ্গলবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
সান্ধ্যকালীন কোর্স বন্ধে রাবিতে সমাবেশ মঙ্গলবার

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরীক্ষাসহ নানা ফি ও বিভিন্ন বিভাগের সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে মঙ্গলবার ছাত্রসমাবেশের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের টেন্টে ‘বর্ধিত ফি ও বাণিজ্যিক সান্ধ্যকোর্স বিরোধী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ছাত্রসমাবেশের ডাক দেওয়া হয়।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সামাজকর্ম বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুয়েজ বলেন, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, কলা অনুষদ,বাণিজ্য ও আইন অনুষদে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে আমরা ইতোপূর্বে সংবাদ সম্মেলন ও ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ২৮ তারিখের মধ্যে তাদের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আলটিমেটাম দিয়েছি। কিন্তু এখনও প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলন উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ সান্ধ্যকালীন বাণিজ্যিক মাস্টার্সের অনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য ক্যাম্পাসসহ রাজশাহী শহরের বিভিন্নস্থানে বিজ্ঞাপনের পোস্টার সাটানো হয়েছে।

যা উচ্চশিক্ষার পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরুপ এবং এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অগণতান্ত্রিক মনোভাবের লক্ষণ পরিস্কার হচ্ছে।

এছাড়াও এ মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ওপর নতুন করে বিভিন্ন ফি বৃদ্ধি করেছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসহ নানা ফি ও বিভিন্ন বিভাগের সান্ধ্যকোর্স বন্ধের দাবি জানাচ্ছি। এ দাবি অবিলম্বে মেনে না নিলে আগামীতে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।  

এ সময় উপস্থিত ছিলেন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী উৎসব মোসাদ্দেক, পদার্থ বিজ্ঞান বিভাগের আয়াতুল্লাহ খোমেনি, বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান বখশি, নৃ-বিজ্ঞান বিভাগের আলমগীর হোসেন সুজন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।