ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগে ১০০ আসনে পাস ২৫!

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
রাবির ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগে ১০০ আসনে পাস ২৫!

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় কলা অনুষদের ইংরেজি বিভাগের ১০০ আসনের বিপরীতে মাত্র ২৫ শিক্ষার্থী পাস করেছে বলে জানা গেছে।

এখনো ফলাফল প্রকাশিত না হলেও Aইউনিটের ভর্তি পরীক্ষা উপকমিটির কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।



তারা জানান, এ পরীক্ষায় ইংরেজিতে ৩০ নম্বরের মধ্যে ২২ পেতে হবে এমন শর্ত থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ২৫ পরীক্ষার্থী বাদে বাকি সবাই ২২ এর কম নম্বর পাওয়ায় তারা ইংরেজি বিভাগের জন্য যোগ্য বিবেচিত হয়নি।

এতে ইংরেজি বিভাগের আসন পূরণ নিয়ে বিপাকে পড়েছে কলা অনুষদ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের Aইউনিটের মোট ১০টি বিষয়ের মধ্যে যারা ইংরেজি পড়তে ইচ্ছুক তাদের ভর্তি পরীক্ষার উত্তরপত্রে ক ও গ অংশ পূরণ করতে বলা হয়। ক অংশে ৩০ নম্বরের ইংরেজি পরীক্ষার মধ্যে পাস নম্বর নির্ধারণ করা হয় ২২। ১০০ নম্বরের মধ্যে ইংরেজিতে ২২ নম্বরসহ ৪০ নম্বর পেলে ওই পরীক্ষার্থী ভর্তির জন্য যোগ্য বিবেচিত হবে বলে শর্ত ছিল।

তবে এবারের নতুন পরীক্ষা পদ্ধতিতে ৩০ নম্বরের মধ্যে ইংরেজিতে ২২ পেয়ে পাস করেছে মাত্র ২৫ জন। এজন্য ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি। এছাড়া ফলাফল প্রকাশে বিলম্বের আরেকটি কারণ হলো অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) মেশিন নষ্ট।

২০১৩-১৪ শিক্ষাবর্ষে Aইউনিটে ভর্তি ফরম তুলেছিল করেছিল ২১ হাজার ১৬৮ শিক্ষার্থী। বৃহস্পতিবার ওই ইউনিটের ১৩০টি প্রশ্নে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দুই শিফটে গ্রহণ করা হয়।

Aইউনিটের ফলাফল প্রকাশ করতে দেরি হওয়ায় বাংলা, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের লিখিত এবং চারুকলা, নাট্যকলা ও সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আবদুল হাই তালুকদার বলেন, ওএমআর মেশিন নষ্ট হওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে। ঢাকা থেকে টেকনিশিয়ান এনে মেশিন মেরামত করে ফলাফল প্রস্তুত করা হচ্ছে। তবে ইংরেজিতে পাসের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিনি বলেন, মঙ্গলবার ভর্তি পরীক্ষা উপকমিটির মিটিং রয়েছে। ওই সভায় ফলাফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানায়, ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় নির্ধারিত আসন পূরণের জন্য ইংরেজিতে পাস নম্বর ২২ থেকে কমিয়ে ১৮ বা ২০ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।