ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় শিক্ষক খুনের বিচার চেয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
বগুড়ায় শিক্ষক খুনের বিচার চেয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল বাকির(২৮)খুনীদের বিচারসহ ৪ দফা দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ২ হাজার শিক্ষার্থীর সই সম্বলিত স্মারকলিপিটি গ্রহণ করেন বগুড়ার জেলা প্রশাসক(ডিসি) শফিকুর রেজা বিশ্বাস।



স্মারকলিপিতে শিক্ষক বাকি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে খুনের বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি, হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও বিচারকাজকে রাজনৈতিক মহল বা বিশেষ মহলের প্রভাবমুক্ত রাখাসহ ৪ দফা দাবি জানানো হয়।

এসময় শিক্ষা প্রতিষ্ঠানের আবু জাফর রহমান, মশিউর রহমান, সৈয়দ আজমাইন নাবিলসহ কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।

বগুড়া সদর থানার পরিদর্শক(তদন্ত) নুর-এ-আলম বাংলানিউজকে জানান, এ বিষয়ে আব্দুল বাকিরের বাবা ইয়াকুব আলী বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ২৩ জনকে আসামি করে রোববার রাতে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, ২১ জানুয়ারি রাত ৮টার দিকে দুর্বৃত্তরা আওয়ামী লীগ কার্যালয় ও পুলিশের অস্থায়ী ক্যাম্পের সামনে শিক্ষক আব্দুল বাকিকে ছুরিকাঘাত করলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি ।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।