ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে ছাত্রদলের ধর্মঘটের হুমকি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪
ইবিতে ছাত্রদলের ধর্মঘটের হুমকি

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি দিয়েছে ছাত্রদল।

আগামী সোমবারের (৩ ফেব্রুয়ারি) মধ্যে এসব দাবি না মানলে ৫ ফেব্রুয়ারি থেকে ছাত্র ধর্মঘটের হুমকি দিয়েছে তারা।



বৃহস্পতিবার সন্ধ্যায় ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের চার দফা দাবি হলো, ইবি ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।