ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির খ-ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সাক্ষাৎ শনিবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
ঢাবির খ-ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সাক্ষাৎ শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের অধীনে খ ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সাক্ষাৎকার শনিবার অনুষ্ঠিত হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, কলা অনুষদের ডিন কার্যালয়ে (কক্ষ নম্বর-১০০১, কলা ভবন) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

এদিন আগ্রহী ভর্তিচ্ছুদের পিতা/মাতাকে সঙ্গে নিয়ে আসতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও ফটোকপি, মুক্তিযোদ্ধার মূল সনদপত্র, আবেদনকারীর পিতা/মাতার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।