ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ২য় দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
জাবিতে ২য় দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির দ্বিতীয় দিনের লিখিত পরীক্ষা সোমবার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবারও বিভিন্ন ইউনিটের বিভাগ/ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।



সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ভূতাত্ত্বিক বিজ্ঞান, পরিসংখ্যাণ ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে।

এছাড়া মঙ্গলবার ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও প্রাণিবিদ্যা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। পরীক্ষার আসন বন্টন ও বিস্তারিত সূচি এবং অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.juniv.edu/admission এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময় : ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।