ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে গণিত অলিম্পিয়াড ১২ মার্চ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৪
রাবিতে গণিত অলিম্পিয়াড ১২ মার্চ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের আয়োজনে আগামী ১২ মার্চ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ প্রতিযোগিতায় রংপুর ও রাজশাহী বিভাগের প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন।



অলিম্পিয়াডের রাজশাহী অঞ্চলের আহ্বায়ক অধ্যাপক আবদুল লতিফ বাংলানিউজকে জানান, এ প্রতিযোগিতার বিজয়ীরা আগামী ২০ মার্চ ঢাকায় বাংলাদেশ গণিত সমিতির সম্মেলনে জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন।

আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে আগামী ১০ মার্চের মধ্যে রাবির গণিত বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।

এব ব্যাপারে রাবির গণিত বিভাগের অধ্যাপক কাজী সেলিনা সুলতানার সঙ্গে ইমেইলে যোগাযোগের ঠিকানা: [email protected]। এছাড়া রাজশাহী অঞ্চলের আহ্বায়ক অধ্যাপক আবদুল লতিফের সঙ্গে মোবাইল ফোনে (০১৭২০-৪৯৬৫৩৮) যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।