ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেগমগঞ্জ টেক্সটাইল কলেজ অনির্দিষ্টকালে জন্য বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪
বেগমগঞ্জ টেক্সটাইল কলেজ অনির্দিষ্টকালে জন্য বন্ধ

নোয়াখালী: ভলিবল খেলাকে কেন্দ্র করে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষের পর নাশকতা এড়াতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় অবস্থিত বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকেল ৩টায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ আবু নাছের মো. শামীম এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।



দুপুরে বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন এক জরুরি বেঠকের মাধ্যমে কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

এসময় কলেজ প্রশাসন শৃঙ্খলা ভঙ্গে দায়ে ৫ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে। এরা হলো- শুভ সাহা, প্রণব রায়, শাহ আলম সবুজ, এসএম কামরুল হাসান সেলিম, কাউসার হামিদ। তারা সবাই তৃতীয় বর্ষের ছাত্র।

কলেজ সূত্র বাংলানিউজকে জানায়, বুধবার বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে স্বাধীনতা কাপ ভলিবল খেলাকে কেন্দ্র করে ৩য় বর্ষ ও ২য় বর্ষের ছাত্রদের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

এ নিয়ে বুধবার রাতে কলেজ ক্যাম্পাসে ছাত্রদের দু’গ্রুপের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনা বিরাজ করে।

পরে বৃহস্পতিবার সকালে ৩য় বর্ষের ছাত্ররা ২য় ছাত্রদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে ৫ জনকে আহত করে। এদের মধ্যে দুই জনের অবস্থায় গুরুতর। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৩য় ও ২য় বর্ষের ছাত্রদের দুই গ্রুপ একত্রিত হয়ে বড় ধরনের সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। পরে বিকেলে সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন একামেডিক কাউন্সিলের বৈঠক ডেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ করে দেয়।

বাংলাদেশ ১৭৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।