ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীরাই দেশের সম্পদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪
শিক্ষার্থীরাই দেশের সম্পদ

ঢাকা: দেশের স্কুল শিক্ষার্থীর সংখ্যা তিন কোটি। এদের পড়ালেখা নিয়মিত হলে কত বড় শক্তি চিন্তা করা যায়! নতুন সহস্রাব্দের সম্পদ হচ্ছে জ্ঞান।

বাচ্চারা লেখাপড়া করলে  সম্পদ বাড়ে। যাদের জ্ঞান আছে, তারাই সম্পদ!

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা (বিসিআইএসআর) পরিষদ আয়োজিত তিনদিন ব্যাপী বিজ্ঞান শিল্প ও প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল এ সব কথা বলেন।

তিনি বলেন, এ সব জ্ঞানের ভাণ্ডার গড়ে তোলার জন্য আমাদের কর্তৃপক্ষকে খবর নিতে হবে। উৎসাহ দিলে তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমাদের সম্পদরাই অলিম্পিয়াডে অংশ নিয়ে বিশ্ব প্রতিযোগিতায় মেডেল অর্জন করেছে। যদিও মেডেলপ্রাপ্ত এ সব ছেলে-মেয়েরা দেশে থাকে না। কারণ, এ দেশে তাদের নিরাপত্তা ও সন্তানের পড়ালেখার জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।

জাফর ইকবাল বলেন, আমি আশা করবো, সরকার এ সব নিশ্চিত করতে পারলে মেডেলপ্রাপ্তরা আবার অবশ্যই দেশে চলে আসবে। আমাদের খোঁজ নিতে হবে ১৬ কোটি মানুষের মধ্যে কোন ছেলে-মেয়েটি সাফল্যের শিখরে পৌঁছাতে আগ্রহী। আমি এ সব ছেলে-মেয়েদের নিয়ে অনেক আশাবাদী।  

তিনি বলেন, সরকারের কাছে আমার অনুরোধ, বিজ্ঞান নিয়ে পড়ালেখা করা শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চাকরি ও গবেষণার ব্যবস্থা করতে।

রাজধানীর ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিসিএসআইআর কার্যালয়ে মেলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. আহম্মেদ ইসমাইল মোস্তফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. আসাদুজ্জামান প্রমুখ।

ক্ষুদে বিজ্ঞানীদের এই মিলন মেলায় ৭৮টি দলে ২১০টি প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। ২৯ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলা এ মেলায় বিসিএসআইআর ও ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন প্রদর্শনের সুযোগ রয়েছে।

এ ছাড়াও নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের অংশগ্রহণকারীদের শ্রেষ্ঠ উদ্ভাবনীর জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।