ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিতে নৃ-বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী শুরু শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪
শাবিতে নৃ-বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী শুরু শুক্রবার

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নৃ-বিজ্ঞান বিভাগের প্রথমবারের মতো শুক্রবার শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী পুনর্মিলনী উৎসব।
 
‘চল যাই স্বপ্নের আঙ্গিনায়’- এ স্লোগান নিয়ে শুক্রবার ২৮ মার্চ ও শনিবার ২৯ মার্চ অনুষ্ঠিতব্য পুনর্মিলনীতে দেশে-বিদেশে অবস্থানরত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।



দু’দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে স্মৃতি রোমন্থন, মজার খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছবি তোলা পর্ব, প্রাক্তনদের সমিতি গঠন ও সমাপনী অনুষ্ঠান। এছাড়া পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত হবে সুভেনির।

শুক্রবার সকাল ৮টায় বিভাগ থেকে গিফট প্যাক সংগ্রহের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। পরে ৮টা ৪৫ মিনিটে ক্যাম্পাসে রং-বেরংয়ের ফেস্টুন, ব্যানার দিয়ে বর্ণিল মিছিল বের করা হবে। সকাল ৯টায় একাডেমিক ভবন ‘ডি’ এর সামনে কেক কেটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ৯টা ৫ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, রুপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. আহমেদ আল কবির, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুর রহিম প্রমুখ। নৃ-বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

পুনর্মিলনী কমিটি’২০১৪ এর সদস্য সচিব ও সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস জানান, নৃ-বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার ১৯ বছরে এটাই প্রথম পুনর্মিলনী উৎসব।
কোষাধ্যক্ষ ও বিভাগের সহকারী অধ্যাপক মনি পাল জানান, নৃ-বিজ্ঞান বিভাগ তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখেই অনুষ্ঠান উদযাপন করবে।

উৎসবের আহবায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়া বলেন, বিভাগের বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মিলনমেলা অনুষ্ঠিত হবে। এ আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।