ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ১ম বর্ষের ক্লাস শুরু শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪
রুয়েটে ১ম বর্ষের ক্লাস শুরু শনিবার

রাজশাহী: শনিবার থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সকল বিভাগে প্রথম বর্ষের ক্লাশ শুরু হবে।

শনিবার থেকে সকল বিভাগে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে নিশ্চিত করে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ থেকে ক্লাস রুটিন জেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন রুয়েট কর্তৃপক্ষ।



প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলে সিট বরাদ্দ দেওয়া সম্ভব নয় উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ দায়িত্বে তাদের আবাসন ব্যবস্থা করার কথাও বলা হয়।

বৃহস্পতিবার রুয়েটের ২০১৩-১৪ সেশনে ভর্তিকৃত প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মর্ত্তুজা আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রকৌশল পেশা সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা। কেননা একজন প্রকৌশলীর ভুলের জন্য লাখো মানুষের প্রাণ চলে যেতে পারে। তাই তিনি নবাগত শিক্ষার্থীদের দক্ষ প্রকৌশলী হিসেবে নিজেদের গড়ে তুলে দেশ ও মানবতার সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. কামরুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে নবাগত শিক্ষার্থীদের রুয়েটের শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শহীদউজ্জামান।

অনুষ্ঠান পরিচালনা করেন আর্কিটেকচার বিভাগের প্রধান প্রফেসর ড. ইকবাল মতিন।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘন্টা, মার্চ ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।