ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিনা অনুমতিতে বিদেশ গমণে জবি অধ্যাপকের পদাবনতি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪
বিনা অনুমতিতে বিদেশ গমণে জবি অধ্যাপকের পদাবনতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: বিনা অনুমতিতে বিদেশ গমণের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক ড. রইছ উদ্দীনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ড. রইছ উদ্দীনকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদাবনতি দেওয়া হয়েছে।



বিশ্ববিদ্যালয়ের ৬২তম সিন্ডিকেট সভায় বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্তনুযায়ী ড. রইছ উদ্দীনকে সহযোগী অধ্যাপক পদে পদাবনতি দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছর তিনি কোনো পদন্নোতি পাবেন না। ১০ বছর প্রশাসনিক কোনো কাজের দায়িত্বও পাবেন না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ড. রইছ উদ্দীন যে অপরাধ করেছেন তাতে তার চাকরি চলে যাওয়ার কথা। কিন্তু মানবিক কারণ বিবেচনা করে তার পদাবনতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে ড. রইছ উদ্দীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

গত ১৩ মার্চ ড. রইছ উদ্দীন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরে পাঁচ দিনের নৈমিত্তিক ছুটি আবেদন করেছিলেন। ১৪ মার্চ ছুটি অনুমোদন হওয়ার আগেই তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।