ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী প্রায় ৫৮ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৪
সিলেট শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী প্রায় ৫৮ হাজার

সিলেট: সিলেট শিক্ষাবোর্ডে এবার ৫৭হাজার ৮৫২জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে ছাত্রসংখ্যা ২৬ হাজার ৪৫৭ এবং ছাত্রী সংখ্যা ৩১ হাজার ৩৯৫ জন।



নিয়মিত পরীক্ষার্থী ৪৯ হাজার ৪২৮ জন, অনিয়মিত ৭ হাজার ৮৯৪ জন, মানোন্নয়ন ১২৭ জন, প্রাইভেট ৪০৩ এবং আংশিক (রেফার্ড) ৬ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার বোর্ডের ৭৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১৪ হাজার ৪৯৭ জন।
এ তথ্য জানিয়েছেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান।

তিনি জানান,  ৩ এপ্রিল সিলেট বোর্ডের চারজেলার ৭৩টি কেন্দ্রে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা।

পরীক্ষায় নকল প্রতিরোধে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে চার জেলায় থাকবে ৪টি পরিদর্শক টিম।

সিলেট শিক্ষাবোর্ডের দেওয়া তথ্যে, এবার সিলেট জেলায় পরীক্ষার্থী সংখ্যা ২৪ হাজার ১৮১, হবিগঞ্জে ১০ হাজার ৯৯৬ জন, মৌলভীবাজার জেলায় ১২ হাজার ৯২৮ জন এবং সুনামগঞ্জ জেলায় সর্বনিম্ন ৯ হাজার ৭৪৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।

পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪ হাজার ৪৫৭ জন। মানবিক বিভাগে ১৪ হাজার ৫৬০ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৫ হাজার ১৬৪ জন।

হবিগঞ্জ জেলায় বিজ্ঞান বিভাগে ৮৭৮ জন। মানবিক বিভাগে ৪ হাজার ৯৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ২১ জন।

মৌলভীবাজার জেলায় বিজ্ঞান বিভাগে ১ হাজার ৪৪৮ জন। মানবিক বিভাগে ৮ হাজার ৩৯৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ হাজার ৮৭ জন পরীক্ষার্থী।

সুনামগঞ্জ জেলায় বিজ্ঞান বিভাগে ৭৭৭ জন। মানবিক বিভাগে ৭ হাজার ৭৯০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ১৮৫ জন পরীক্ষায় অংশ নেবে। ।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।