ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ছাত্রী সংখ্যা বেশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৪
এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ছাত্রী সংখ্যা বেশি

কুমিল্লা: বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে ১ লাখ ৪ হাজার ৩৪৬ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এবার এ বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ৩ হাজার ১৪৬ জন বেশি।

কুমিল্লা বোর্ডের অধীনে ৬ জেলার ১৭১টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কুমিল্লা বোর্ডের অধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ৩১০টি প্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫০ হাজার ৫৯৯ জন ও ছাত্রী ৫৩ হাজার ৭৪৫ জন।

এ বোর্ডে বিজ্ঞান বিভাগের মোট পরীক্ষার্থী ১৪ হাজার ১৭৫ জন। এর মধ্যে ছাত্র ৮ হাজার ৪৩৪ জন এবং ছাত্রী ৫ হাজার ৭৪১ জন। ব্যবসায় শিক্ষায় পরীক্ষার্থী ৪৯ হাজার ৬১৯ জন। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ২১০ জন ও ছাত্রী ২০ হাজার ৪০৯ জন। মানবিকে পরীক্ষার্থী ৪০ হাজার ৫৫০ জন। এরমধ্যে ছাত্র ১২ হাজার ৯৫৫ জন ও ছাত্রী ২৭ হাজার ৫৯৫ জন।

কুমিল্লা জেলায় ১৩০টি প্রতিষ্ঠানের ৩৫ হাজার ১৫৩ জন শিক্ষার্থী ৬৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিবে। ব্রাহ্মণবাড়িয়ায় ৪১টি প্রতিষ্ঠানের ১৫ হাজার ১৪২ জন শিক্ষার্থী ২৬টি কেন্দ্রে পরীক্ষা দিবে। চাঁদপুরে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ হাজার ২১২ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে ৩৩টি কেন্দ্রে। নোয়াখালীর ৩৮টি প্রতিষ্ঠানের ১৮ হাজার ৩১৯ জন শিক্ষার্থী ২০টি কেন্দ্রে পরীক্ষা দিবে। ফেনীর ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ৭২৭ জন শিক্ষার্থী ১১টি কেন্দ্রে পরীক্ষা দিবে এবং লক্ষ্মীপুরে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী ১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বাংলানিউজকে জানান, নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।