ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
রাজশাহীতে শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা শুরু ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ ফাইল ফটো

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়েছে।

চলবে দুপুর ১টা  পর্যন্ত। তবে পরীক্ষা শুরুর পর থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পরীক্ষা শুরুর পর মহানগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আবদুর রৌফ মিয়া। এসময় তার সঙ্গে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক এসএমএ হুরাইরা।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। বোর্ডের অধীনে ৮ জেলায় ১৮২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বর্তমানে ১৫০টি ভিজিলেন্স টিম ও ৭টি ঝটিকা টিম কাজ করছে।

এবার বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ৬৭০টি কলেজ অংশ নিচ্ছে। পরীক্ষার্র্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৯২ হাজার ৭৩৫ জন। অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ১৯ হাজার ৮৬৮ জন। এছাড়া জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৬২৬ ও প্রাইভেট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে ১০৯ জন।

এবার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজার ৯৮৮ জন, মানবিক বিভাগ থেকে ৬৪ হাজার ২৭৮ ও ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে ২৫ হাজার ৭২ জন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।