ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৪তম বিসিএসের বিষয়ভিত্তিক পরীক্ষার সূচি প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
৩৪তম বিসিএসের বিষয়ভিত্তিক পরীক্ষার সূচি প্রকাশ সরকারি কর্ম কমিশন ভবন

ঢাকা: ৩৪তম বিসিএস পরীক্ষার বিষয়ভিত্তিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী আগামী ৪ মে থেকে এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৫ মে।



বৃহস্পতিবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে পদসংশ্লিষ্ট বিষয়সমূহের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন দুটি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সকাল ১০টা থেকে একটা ও বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত।

পরীক্ষা সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

গত ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২ পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত বছরের মে মাসে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী।

এরপর ৮ জুলাই কোটার ভিত্তিতে প্রিলিমিনারির ফল প্রকাশ হয়, এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।
 
প্রকাশিত ফলে মেধাবীরা অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে আন্দোলন শুরু হলে ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করা হয়, যাতে উত্তীর্ণ হয় ৪৬ হাজার ২৫০ জন।
 
পুনর্মূল্যায়িত ফলে আদিবাসীরা বাদ পড়েছে- অভিযোগ তুলে আগের ফলে উত্তীর্ণ হলেও সংশোধিত ফলে ২৮০ জনের নাম ছিল না।
 
বাদ পড়া ৫৯ জন আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ৩১ জুলাই আদালত রুল জারি করে- পুনর্মূল্যায়িত ফল কেন অবৈধ ঘোষণা করা হবে না?
 
গত ১১ ফেব্রুয়ারি হাই কোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ বাদ পড়াদের যোগ করে ফল প্রকাশের আদেশ দেন।
 
আদিবাসীদের যোগ্য ঘোষণা করায় লিখিত পরীক্ষায় প্রার্থী ৪৬ হাজার ৫৩০ জন।

রুটিন দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।