ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির আহত শিক্ষার্থীকে অনুদানের চেক হস্তান্তর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
রাবির আহত শিক্ষার্থীকে অনুদানের চেক হস্তান্তর

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত আখতারুজ্জামান রাজীব খানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন তার অফিসে রাজীবের হাতে চেকটি হস্তান্তর করেন।



গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মো. আখতারুজ্জামান রাজীবের চোখের উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ এ অনুদান দেওয়া হয়।

এ এসময় সেখানে ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর আনন্দ কুমার সাহা, হিসাব পরিচালক মো. আশরাফ-উল-হুদাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
গত ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ-ছাত্রলীগ হামলা চালায়। এতে ২০ জন গুলিবিদ্ধসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়। এসময় নয় সাংবাদিকও আহত হন। এসময় পুলিশের ছোড়া রাবার বুলেট চোখে বিদ্ধ হয় রাজিবের।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।