ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির সমাবর্তনের আমন্ত্রণপত্র-কস্টিউম বিতরণ শুক্রবার শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
ঢাবির সমাবর্তনের আমন্ত্রণপত্র-কস্টিউম বিতরণ শুক্রবার শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তনের আমন্ত্রণপত্র এবং অ্যাকাডেমিক কস্টিউম বিতরণ কার্যক্রম শুক্রবার থেকে শুরু হবে। তিনদিন ব্যাপী এ কার্যক্রম রোববার পর্যন্ত চলবে।



বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,  শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ৬ এপ্রিল রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। সমাবর্তনে অংশগ্রহণকারীদের  নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, বিজ্ঞান ক্যাফেটেরিয়া (কার্জন হল), বিজনেস স্টাডিজ অনুষদ ভবন এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্যান্ডেল থেকে আমন্ত্রণপত্র ও একাডেমিক কস্টিউম সংগ্রহ করতে হবে।

এছাড়া শিক্ষক, সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, অ্যাকাডেমিক পরিষদের সদস্য, অ্যাফিলিয়েটেড কলেজ ও ইনস্টিটিউটগুলোর অধ্যক্ষ, পরিচালকদের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে কস্টিউম সংগ্রহ করতে বলা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কলা, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগ, আধুনিক ভাষা, সমাজকল্যাণ ও গবেষণা, স্বাস্থ্য ও অর্থনীতি, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, ঢাকা স্কুল অব ইকোনোমিক্স এবং আনসার ও ভিডিপি একাডেমির গ্র্যাজুয়েটদের সামাজিক  বিজ্ঞান অনুষদ ভবন থেকে অ্যাকাডেমিক কস্টিউম নিতে হবে।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, শিক্ষা অনুষদ, চিকিৎসা অনুষদ, স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক, নার্সিং কলেজ, টেকনোলজি ইনস্টিটিউট, কলেজসমূহের  গ্র্যাজুয়েট এবং এমফিল, পিএইচডি ও পদকপ্রাপ্তদের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে কস্টিউম সংগ্রহ করতে হবে।

বিজ্ঞান, আইন, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভাগসমূহ, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ, তথ্য প্রযুক্তি, লেদার অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসমূহ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের গ্র্যাজুয়েটদের কার্জন হলের বিজ্ঞান ক্যাফেটেরিয়া থেকে কস্টিউম সংগ্রহ করতে বলা হচ্ছে।  

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটদের বিজনেস স্টাডিজ অনুষদ ভবন থেকে কস্টিউম সংগ্রহ করতে হবে।
৭ এপ্রিল ২০১৪ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।