ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাদ হত্যার বিচারের প্রতিশ্রুতি বাকৃবি উপাচার্যের

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৪
সাদ হত্যার বিচারের প্রতিশ্রুতি বাকৃবি উপাচার্যের

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ সাদের হত্যাকারীদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক।

শনিবার বিকেল সাড়ে ৫টায় ক্যাম্পাসের বিজয়’৭১ এর পাদদেশে আন্দোলরত শিক্ষার্থীদের সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন।



এর আগে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ করে বিজয়’৭১ এর পাদদেশে সমাবেশ করে।

এ সময় শিক্ষার্থীরা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার, বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার ও রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানানো হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবু হাদী নুর আলী খান ও আন্দোলনরত শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন।

বক্তব্য দানকালে উপাচার্য শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি অন্যান্যদের মতো অভিনয় পছন্দ করি না। ব্যক্তিগতভাবে নিজেও সায়‍াদের হত্যাকারীদের ফাঁসি দাবি করছি। আগামী ৮ তারিখ রাত ৯টার মধ্যে তোমাদের সব দাবি মানার ব্যবস্থা করা হবে। আমি ক্যাম্পাসে কোনো সন্ত্রাস দেখতে চাই না।

পরে সেখানে সবাই মিলে শপথ বাক্য পাঠ ও সন্ধ্যা ৬টার দিকে বিজয়’৭১ এর পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।