ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৪
বাকৃবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ সাদ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়’৭১ এর পাদদেশে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ শু‍রু হয়।

এতে সাদকে নিয়ে কবিতা, প্রতিবাদী ছড়া ও গান পরিবেশন করেন অংশগ্রহণকারীরা।

এদিকে, একই সময়ে সাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন মিছিল করেছে সংগ্রামী সাধারণ ছাত্র জনতা।

মৌন মিছিলটি টিএসসির সামনে থেকে শুরু করে কামাল-রণজিত (কেআর) মার্কেট হয়ে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। এতে অন্তত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্ত‍ারা সাদ হত্যাকাণ্ডে জড়িত সব খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিতের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।