ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৪র্থ দিনের ধর্মঘটে অচল রাবি, প্রত্যাহারের সম্ভাবনা

রাবি করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৪
৪র্থ দিনের ধর্মঘটে অচল রাবি, প্রত্যাহারের সম্ভাবনা

রাবি: ছাত্রলীগের ডাকা টানা ধর্মঘটে অচল হয়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা কার্যক্রম। তবে প্রশাসনের হস্তক্ষেপে শিগগিরই ধর্মঘট প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



মঙ্গলবার চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে রাবি ছাত্রলীগের ডাকা ধর্মঘট। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলও বন্ধ রয়েছে। তবে ধর্মঘটেও স্বাভাবিক রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

রাবি শাখা শিবিরের সভাপতিসহ ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে এ ধর্মঘট কর্মসূচির ডাক দেয় রাবি ছাত্রলীগ।

ধর্মঘটের সমর্থনে ও শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার সকাল ১১টা থেকে রাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে ছাত্রলীগ।

রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বাংলানিউজকে বলেন, প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনায় হয়েছে। সংবাদ সম্মেলন করে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে, শুক্রবার (৪ এপ্রিল) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও সোহরাওয়ার্দী হলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দকে গুলি করে হত্যা করা হয়। হলে নিজ কক্ষে খুন হন তিনি।

এ ঘটনায় মঙ্গলবার শোকসভা করে রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। মঙ্গলবার সকাল বেলা ১১টায় রাবির শহীদুল্লাহ কলা ভবনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।

বিভাগের সহকারী অধ্যাপক সুলতান মাহমুদ রানার সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন- সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা ও বিভাগের অধ্যাপক মো. আনসার উদ্দিন, অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক ড. মো. মকসুদুর রহমান, অধ্যাপক মো. নজরুল ইসলাম মিঞা, অধ্যাপক আমিনুর রহমান প্রমুখ।  

অনুষ্ঠানে বক্তারা রুস্তমের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।