ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এডওয়ার্ড কলেজের ৩০০ শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষা অনিশ্চিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৪
এডওয়ার্ড কলেজের ৩০০ শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষা অনিশ্চিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: রেজিস্ট্রেশন কার্ড না আসায় পাবনা এডওয়ার্ড কলেজের প্রায় তিনশ শিক্ষার্থীর এবার মাস্টার্স শেষপর্বের পরীক্ষা দেওয়‍া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে বঞ্চিত শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনের সামেন এক বিশাল মানববন্ধন করে।



মানববন্ধনে তারা অভিযোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক কলেজের মাস্টার্স কোর্সে ভর্তি হয়ে তারা নিয়মিত ক্লাশ করেছেন এবং রেজিস্ট্রেশন ফরম পূরণ করেছেন। কিন্তু প্রস্তুতির শেষ ম‍ূহুর্তে তাদের রেজিস্ট্রেশন কার্ড না আসায় তারা বিস্মিত।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কলেজ কর্তৃপক্ষ জানায়, ২০১০ সালের মাধ্যে যে শিক্ষার্থীরা অনার্সে ইংরেজি বিষয়ে পাশ করতে পারেনি জাতীয় বিশ্ববিদ্যালয় এবার তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছেনা। তাদের নতুন করে ভর্তি হতে বলা বলেছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৪০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।