ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এডুকেশন ফর অল’র বৃত্তি পরীক্ষা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
এডুকেশন ফর অল’র বৃত্তি পরীক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে জুনিয়র স্কলারশিপ প্রোগ্রামের আওতায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয়ে শনিবার সকাল ১০টার দিকে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় উপজেলার ১০টি স্কুলের ১৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বেসরকারি সংস্থা এডুকেশন ফর অল আয়োজিত এ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ ২০ জনকে বৃত্তি প্রদান করা হবে।

জুনিয়র স্কলারশিপের এ প্রোগ্রামে মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

এডুকেশন ফর অল কতৃপক্ষ জানায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য জুনিয়র স্কলারশিপ প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম চালু করা হয়েছে। এ প্রোগ্রামের আওতায় একটি বৃত্তি পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষায় অংশগ্রহনকারী প্রতিটি শিক্ষার্থীকেই শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। এছাড়াও লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে বৃত্তি প্রদান করা হবে।

জুনিয়র স্কলারশিপ প্রোগ্রামের বৃত্তি পরীক্ষায় উপজেলার ১০টি বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেনীর ১৯৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। লিখিত ও মৌখিক পরীক্ষায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক পাঁচশ টাকা, নতুন ক্লাসের সব বই, নতুন ক্লাসে ভর্তির জন্য এক হাজার টাকা ও এসএসসি পরীক্ষায় ফরম পুরনের জন্যও টাকা প্রদান করা হবে।  

এডুকেশন ফর অল আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডুকেশন ফর অল’র সদস্য নুর খান, এনায়েত হাসান রাজিব, সাইফুর রহমান, তৌসিফ শাহরিয়ার, নাঈম ইসলাম, হাসিনুজ্জামান হাসিব, উল্লাপাড়া মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি-প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।