ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীরা চাইলে বুধবার থেকেই বাকৃবিতে ক্লাস শুরু

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪
শিক্ষার্থীরা চাইলে বুধবার থেকেই বাকৃবিতে ক্লাস শুরু

বাকৃবি (ময়মনসিংহ): শিক্ষার্থীরা চাইলে বুধবার থেকেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্লাস-পরীক্ষা শুরু হতে পারে বলে শিক্ষক সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার ৫ ঘণ্টাব্যাপী সভায় শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে পর্যালোচনা করা হয়।

সভা শেষে বুধবার থেকে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণের কথা জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে সভা শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান জানান, আমাদের সভায় আমরা সব বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি চায় তাহলে বুধবার থেকে ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন ক্লাস-পরীক্ষার বিষয়টি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা যদি আমাদের সিদ্ধান্ত মেনে ক্লাসে আসে তাহলে আমাদের কোনো সমস্যা নেই।

এদিকে, শিক্ষক সমিতির আল্টিমেটামের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক হাদী বলেন, আমাদের ৩ দফা দাবি ছিল। তার মধ্যে প্রধান ছিল নতুন একটি তদন্ত কমিটি গঠন করে সাদ হত্যার সুষ্ঠু তদন্ত করা। এজন্য কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. আবু তাহের মো. জিয়াউদ্দিনকে প্রধান করে সম্পূরক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে ৩ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টাকে প্রধান করে ১৫ সদস্য বিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স হলের সব অনিয়ম পর্যবেক্ষণ করবে।

অন্যদিকে, শিক্ষক সমিতির আল্টিমেটাম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঞা ও আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম পদত্যাগ করেছেন বলে জানান শিক্ষক সমিতির সাধারণ শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।