ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে নববর্ষে দু’দিনব্যাপী কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪
খুবিতে নববর্ষে দু’দিনব্যাপী কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) এবার দু’দিনব্যাপী বাংলা নববর্ষ উৎসব’১৪২১ উদযাপিত হবে।

বিশ্ববিদ্যালয়ের গৃহীত দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১৩ এপ্রিল রোববার বিকেল ৪টায় ক্যাম্পাসে ঘুড়ি উৎসব।

১৪ এপ্রিল ১ বৈশাখ সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈশাখী মেলার উদ্বোধন করবেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

বাংলা নববর্ষের দিনের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ৮টায় বর্ষবরণ সঙ্গীতানুষ্ঠান, সকাল ৯টায় শিববাড়ী মোড় থেকে ময়লাপোতা হয়ে রয়েল চত্ত্বর পর্যন্ত নববর্ষের শোভাযাত্রা এবং বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বৈশাখী মেলায় বানরখেলা, লাঠিখেলা, ম্যাজিকশো, নাগরদোলা, পুতুল নাচ ইত্যাদির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এ মেলায় পর্যাপ্ত সংখ্যক স্টলের ব্যবস্থা থাকছে। মেলায় ব্যাপক লোক সমাগমের সম্ভাবনা থাকায় সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে বৃহস্পতিবার প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে সভায় ট্রেজারার খান আতিয়ার রহমান, রেজিস্ট্রার ড. মোল্লা আমীর হোসেন, মেলা আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, সদস্য সচিব ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফাসহ জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নববর্ষ মেলায় ব্যাপক লোকসমাগমের অতীত অভিজ্ঞতার আলোকে গল্লামারী থেকে জিরো পয়েন্ট পর্যন্ত যানবাহন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয় সর্বাধিক গুরুত্বারোপ করা হয়।

সভায় পহেলা বৈশাখ সোমবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গল্লামারী থেকে জিরো পয়েন্ট পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সবধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। এ সময় একমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। মেলায় প্রবেশ এবং বের হওয়ার জন্য মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। মেলায় প্রবেশ ও বের হওয়ার জন্য এবার কেবলমাত্র বিশ্ববিদ্যালয় মেইন গেট ব্যবহৃত হবে। মেলায় সাদা পোশাকেও থাকবেন আইন-শৃঙ্খলা সংস্থার সদস্যরা। মেলা অঙ্গন ছাড়াও আশেপাশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।