ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে দিনব্যাপী বৈশাখী মেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে দিনব্যাপী বৈশাখী মেলা ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের শীর্ষ স্থানীয় ইংলিশ মিডিয়াম স্কুল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন করেছে।

বাংলা নতুন বছরের প্রথম দিন সোমবার স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলায় থাকছে, পান্তা-ইলিশ, ফলমূল, পোশাক, মেহেদী, বুটিক, দেশীয় তৈজসপত্রসহ বিভিন্ন ধরনের পিঠা, গহনা, বইপত্রের রকমারি স্টল।



এছাড়াও স্কুলটির সব শাখার শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অভিনয় প্রভৃতি পরিবেশিত হবে। র‌্যাফেল ড্র, থ্রিডি সিনেমা পরিবেশনসহ শিক্ষার্থীদের পরিবেশনায় নাটকও পরিবেশিত হবে। সবশেষে বৈশাখী রান্না প্রতিযোগিতা, স্টল সাজানো ও মেলার  শ্রেষ্ঠ স্টল ক্যাটাগরিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

চৈত্র সংক্রান্তির এই বৈশাখী মেলায় চীন, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশের ভাষাভাসিরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।