ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষা সফর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিদের্শনা জারি হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪
শিক্ষা সফর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিদের্শনা জারি হচ্ছে ছবি: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি

ঢাকা: এখন থেকে কোনো শিক্ষার্থী বা দলকে কোনো ধরনের শিক্ষা সফর বা পরিদর্শনে যাবার আগে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অনুমতি গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

এ বিষয়ে শিগগিরই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হবে বলেও জানান মন্ত্রী।

   

বুধবার দুপুরে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যন্সেলর প্রফেসর ড. এম সফিউল্লাহসহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন,  সফরের স্থান সম্পর্কে ভালোভাবে জানা ও সফররত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সফর সম্পর্কে স্থানীয় প্রশাসনকে আগে থেকে জানাতে হবে।                    

সেন্টমার্টিন সমুদ্র সৈকতের দুর্ঘটনায় আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থীর মৃত্যু ও দু’জনের নিখোঁজ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী সেন্টমার্টিনের এ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুবরণ করা এবং ২ জন নিখোঁজ হওয়ায় গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহত ও নিখোঁজ শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

চলতি সপ্তাহে শিক্ষার্থীদের একটি দল সেন্টমার্টিন সমুদ্র সৈকতে গোসল করতে নামলে তাদের মধ্য থেকে ৪ জন মারা যান, ২ জন নিখোঁজ হন এবং ৫ জন মারাত্মকভাবে আহত হন। এর আগেও দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা পিকনিকে গিয়ে, কক্সবাজার বা সেন্টমার্টিনে গেলে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।