ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দেশপ্রেম ও সুশাসন প্রতিষ্ঠায় ইউল্যাব শিক্ষার্থীদের আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪
দেশপ্রেম ও সুশাসন প্রতিষ্ঠায় ইউল্যাব শিক্ষার্থীদের আয়োজন

ঢাকা: শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও তৈরির মাধ্যমে দেশপ্রেম আর সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীরা।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রাশিয়ান কালচারাল সেন্টারে ‘আর্ট অব গভর্নেন্স’ শিরোনামে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।



আয়োজনে দেশের শাসন ব্যবস্থার ওপর একটি নাটিকা ও একটি শর্টফিল্ম প্রদর্শিত হয়। এছাড়াও শিক্ষার্থীদের তৈরি হায়দার হোসেনের ‘স্বাধীনতা’ গানের নব-নির্মিত মিউজিক ভিডিও প্রদর্শিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক-লেখক আনিসুল হক বলেন, শিক্ষার্থীরা খুব ভালো করেছে। আমি মনে করি, দেশে সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন বিচার ব্যবস্থা ও স্বাধীন গণমাধ্যম প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান, মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।