ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি’তে প্রথম বর্ষের ক্লাস শুরু রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪
শাবিপ্রবি’তে প্রথম বর্ষের ক্লাস শুরু রোববার

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে রোববার।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর শাবিপ্রবি’র ১ হাজার ৪০০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেন ৪৯ হাজার ৪৪২ শিক্ষার্থী। এ হিসাবে প্রতি আসনের জন্য ৩৫ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইসফাকুল হোসেন জানান, রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র, সিলেবাস, ক্লাস সূচিসহ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হবে।

সকল বিভাগের নবীন শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।