ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মানারাত বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি কর্মশালা

স্টাফ রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪
মানারাত বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি কর্মশালা

ঢাকাঃ মানারাত বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ফটোগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস বিভাগের মিডিয়া ক্লাবের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল বাশার খান এবং প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান।

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংবাদ সংস্থা রয়টার্সের বাংলাদেশ প্রতিনিধি ও বিশিষ্ট ফটো-সাংবাদিক রফিকুর রহমান এবং জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনক হাসান।

কর্মশালাটি পরিচালনা করেন সাংবাদিকতা বিভাগের প্রভাষক রফিকুজ্জামান রুমান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের উপ-পরিচালক আবদুল মতিনসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।