ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেক্সপিয়ারের জন্মবার্ষিকীতে নজরুল বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
শেক্সপিয়ারের জন্মবার্ষিকীতে নজরুল বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী কর্মসূচি বিশ্বখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ার

ময়মনসিংহ: বিশ্বখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ারের ৪৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আগামী ২২ ও ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকচিত্র, চলচ্চিত্র প্রদর্শনী, নাটক পরিবেশনা ও সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।




বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বারান্দায় চারুকলা বিভাগের আয়োজনে শেক্সপিয়ারের জীবন ও সাহিত্যের ওপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম।  

এদিন দুপুরে কলা ভবনে চলচ্চিত্র ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’র প্রদর্শনী, বিকেল ৪টায় ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের পরিবেশনায় উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম রচিত নাটক ‘হ্যামলেট ইন লাভ’ পরিবেশিত হবে।

নাটকটির নির্দেশনা দিয়েছেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষিকা অর্পনা আওয়াল। বিকেল ৫টায় প্রদর্শিত হবে রোমান পোলানস্কি পরিচালিত ‘ম্যাকবেথ’ চলচ্চিত্র।

পরদিন ২৩ এপ্রিল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উইলিয়াম শেক্সপিয়ারের ৪৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।

সেমিনারে মূল প্রবন্ধ ‘কোরিওলেনাস: অ্যাবসলিউটিজম ভারসাস ডিপেন্ডেন্সি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম। সেমিনারে সভাপতিত্ব করবেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

এদিন দুপুরে প্রদর্শিত হবে ‘দি টেমিং অব দি শ্রু’ নামক চলচ্চিত্র। এছাড়া শেক্সপিয়ার রচিত  ও অধ্যাপক ড. মোহীত উল আলম অনুবাদিত নাটক ‘ওথেলো’ পরিবেশিত হবে নাট্যকলা বিভাগের পরিবেশনায়।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা এস এম হাফিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শেক্সপিয়ারের জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।