ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির সিনেট ও সিন্ডিকেট নির্বাচন বুধবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
রাবির সিনেট ও সিন্ডিকেট নির্বাচন বুধবার

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ডিন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩ এপ্রিল বুধবার।

নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত হলুদ প্যানেল এবং জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সাদা প্যানেলের শিক্ষকরা।



রাবির রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক বাংলানিউজকে জানান, বুধবার বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন বিভাগের প্রায় সাড়ে ১১শ শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে, দীর্ঘ ৬ বছর পর এবার সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন হচ্ছে। সর্বশেষ সিনেটে শিক্ষকদের ৩৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি। তিন বছরের জন্য সিনেটে নির্বাচিত শিক্ষকদের মেয়াদ শেষ হয় ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি।

নির্বাচনে কলা, আইন, বিজ্ঞান, বিজনেস স্ট‍াডিজ, সামাজিক বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি এবং প্রকৌশল অনুষদের আটজন ডিন, প্রাধ্যক্ষ, প্রফেসর, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষকদের মধ্যে থেকে একজন করে মোট ৫ জন সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিলের জন্য সহযোগী অধ্যাপকদের মধ্যে থেকে৬ জন এবং ফাইনান্স কমিটি এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির জন্য একজন করে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে তীব্র লড়াই হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।