ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে সাংবাদিকদের ছাত্রলীগ সভাপতির হুমকি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
বাকৃবিতে সাংবাদিকদের ছাত্রলীগ সভাপতির হুমকি

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও তার অনুসারীরা।

সোমবার সন্ধ্যায় বাকৃবির শিক্ষার্থী ছাত্রলীগ নেতা সাদ হত্যার বিচার দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সমাবেশে খবর সংগ্রহ করতে গেলে বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের ডেকে নিয়ে দেখে নেওয়ার হুমকি দেয় ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু ও দলীয় কর্মীরা।



এ সময় কর্মসূচির আশেপাশে না থেকে দূরে অবস্থান করে সংবাদ সংগ্রহের নির্দেশ দেন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাদ হত্যার বিচারের দাবিতে সন্ধ্যা ৬টার দিকে বিজয়’৭১ পাদদেশে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের পূর্বঘোষিত গণজমায়েত ও সমাবেশ কর্মসূচি পালন করে।

এ সময় সেখানে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার বাকৃবি প্রতিনিধির‍া সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু ও তার অনুসারীরা সাংবাদিকদের ডেকে নেয়। এ সময় তিনি উত্তেজিত কণ্ঠে সাংবাদিকদের কর্মসূচি থেকে দূরে অবস্থানের নির্দেশ দেন।  

সাংবাদিকদের সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের আজ-কাল বা এক মাস পর হলেও দেখে নেওয়ার হুমকি দেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক বাংলানিউজকে বলেন, এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।