ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদে ক্লাস বর্জনের ঘোষণা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪
বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদে ক্লাস বর্জনের ঘোষণা

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদে বুধবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে অনুষদের শিক্ষকরা।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্র ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ সাদ হত্যার বিচার ও প্রক্টরিয়াল বডির অব্যাহতির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।



প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাৎস্যবিজ্ঞান অনুষদের সভাকক্ষে এক সভার আয়োজন করেন ওই অনুষদের শিক্ষকরা।

সভায় জানানো হয়, সাদ হত্যার ঘটনায় বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মঙ্গলবার (২২ এপ্রিল) পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। দাবিগুলো হলো- সাদ হত্যার বিচার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, ছাত্র বিষয়ক বিভাগের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আশরাফুল হক হলের প্রভোস্ট ও হাউজ টিউটরদের পদত্যাগপত্র গ্রহণ, শূন্যপদ সমূহ পূরণ এবং প্রক্টরিয়াল বডিকে অব্যাহতি প্রদান।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইদ্রিস মিয়া বলেন, বেধে দেওয়া সময়ের মধ্যে দাবি আদায় না হলে বুধবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করব বলে সভায় সিদ্ধান্ত হয়। প্রশাসনকে দেওয়া আমাদের আল্টিমেটাম অব্যাহত আছে।

বিশ্ববিদ্যালয়ে পুনরায় ক্লাস-পরীক্ষা বর্জন প্রসঙ্গে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আমরা এখনও একাত্মতা প্রকাশ করছি। প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবি অব্যাহত রয়েছে।

সাদ হত্যার দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃতদের গ্রেফতারের ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি স্বল্প সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করা সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক বলেন, সাদের হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি দিতে আমি যে পদক্ষেপ নিয়েছি তা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল। তারপরও যদি শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখে তবে আমার কিছু করার নেই। তবে আন্দোলনকারীদের দিয়ে একটি মহল স্বার্থ উদ্ধার ও ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।