ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির সিনেট

একযুগেও হয়নি গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪
একযুগেও হয়নি গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন

রাবি: দীর্ঘ ছয় বছর পর বুধবার অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন। তবে একযুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও সিনেটের রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।



ফলে দীর্ঘ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারনি সর্বোচ্চ এ ফোরামে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্রাজুয়েটরা কোনো ভূমিকা রাখতে পারছেন না। সবশেষ নির্বাচনে নির্বাচিত গ্রাজুয়েট প্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়ার পর ১৪ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করতে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের পাশাপাশি গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন হওয়া জরুরি বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটের গুরুত্বপূর্ণ ২৫টি সদস্যপদ রয়েছে রেজিস্ট্রার্ড গ্রাজুয়েটদের জন্য। রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধিদের সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৪ সালের ৩১ মে। ওই নির্বাচনে নির্বাচিত গ্রাজুয়েট প্রতিনিধিদের মেয়াদ শেষ হয় ১৯৯৭ সালের ৩০ মে।

অন্যদিকে সিনেটে শিক্ষকদের ৩৩টি পদে সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি। তিন বছরের জন্য সিনেটে নির্বাচিত শিক্ষকদের মেয়াদ শেষ হয় ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি। এরপর ছয় বছর পর এবার শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধিদের মেয়াদ শিক্ষক প্রতিনিধিদের অনেক আগে শেষ হলেও এবারের অনুষ্ঠিতব্য সিনেট নির্বাচনে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনি বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারনি বিষয়ে সিদ্ধান্ত নিতে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত। এজন্য সিনেটে শিক্ষকদের প্রতিনিধিত্বের পাশাপাশি গ্রাজুয়েটদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

রাবি রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্রাজুয়েটদের মধ্যে থেকে নির্বাচনের মাধ্যমে সিনেটের রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচিত করা হয়।

তিনি আরো জানান, সারাদেশের গ্রাজুয়েটরাই এ নিবাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। দেশের বিভিন্ন অঞ্চল পর্যায়ে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধিরাও গুরুত্বপূর্ণ অংশ। এজন্য তাদের নির্বাচনের ব্যাপারেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক।

কিন্তু গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন হয় দেশাব্যাপী। এ নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতির প্রয়োজন। তবে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের পর গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের কথাও চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।