ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাত

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪
বাকৃবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যরা।

বুধবার দুপুর ১টার দিকে উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তারা।



সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপাচার্য।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে দাবি আদায় করা বিশ্ববিদ্যালয়ের নিয়িমের পরিপন্থি। ক্লাস-পরীক্ষার পাশাপাশি আন্দোলন চলতে পারে। আন্দোলনের নামে কেউ অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করলে সাদের খুনীদের যেভাবে শাস্তির ব্যবস্থা করা হয়েছে প্রয়োজন হলে তাদেরও ঠিক একইভাবে শাস্তির আওতায় আনা হবে।

মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের ক্লাস না নেওয়ার প্রসঙ্গে উপাচার্য বলেন, তাদের দাবিগুলো সম্পূর্ণ অযৌক্তিক। অনুষদের শিক্ষার্থীরা ক্লাস করতে চাইলেও তারা ক্লাস নিচ্ছে না। এটা খুবই দুঃখজনক।

সাদ হত্যা মামলার বিষয়ে উপাচার্য বলেন, মামলাটি দ্রুত বিচার আইনে চলে গেছে। যত দ্রুত সম্ভব এ মামলার নিষ্পত্তি করা হবে। যাদের অভিযুক্ত হিসেবে পাওয়া যাবে তারা সবাই শাস্তির আওতাভ‍ূক্ত হবে।

বিশ্ববিদ্যালয়ের লেভেল-২, সেমিস্টার-১ এর শিক্ষার্থীদের বর্ধিত বেতন ও ফি সম্পর্কে উপাচার্য বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা থাকায় বেতন বৃদ্ধি করা হয়েছে। কিন্তু বর্ধিত বেতন ও ফি দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম।

বেতন প্রদানে অক্ষম দরিদ্র শিক্ষার্থীদের উপাচার্যের তহবিল থেকে খরচ বহন করে বিনা বেতনে পড়ানো হবে বলে জানান তিনি।

উপাচার্য আরো জানান, শিগগিরই বাকৃবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের ব্যবস্থা করা হবে।   কিন্তু এটা অনেকটাই নির্ভর করছে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতার ওপর।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।