ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু ৩ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪
সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু ৩ মে

ঢাকা: আগামী ৩ মে থেকে শুরু হচ্ছে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৪।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।



তিনি বাংলানিউজকে বলেন, উপজেলা, জেলা ও বিভাগ পর‌্যায়ে অংশ নেওয়ার পর জাতীয় পর‌্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দেশব্যাপী সুপ্ত প্রতিভা খুঁজে বের করতে দ্বিতীয়বারের মত এ প্রতিযোগিতায় ষষ্ঠ শেষে অষ্টম, নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ভাগ করে ৩টি গ্রুপে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

তবে এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নিতে পারবে না।

ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

৩-৫ মে উপজেলা, ৮-১০ মে জেলা, ১৫-১৭ বিভাগ, ২০-২৩ মে ঢাকা মহানগর পর‌্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আর প্রধানমন্ত্রীর সময় বরাদ্দ সাপেক্ষে ২৫-৩০ মে’র মধ্যে জাতীয় পর‌্যায়ে প্রতিযোগিতা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং ঢাকা মহানগর এলাকার ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের উপপরিচালকের কাছে নাম নিবন্ধন করতে হবে।

গতবারের মত এবারও ১২টি বিভাগে জাতীয়ভাবে ১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। তাদেরকে সনদসহ এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

উপজেলা পর্যায়ে সেরা ১২ জনের প্রত্যেককে এক হাজার টাকা, জেলা পর্যায়ে ১২ জনকে এক হাজার ৫০০ টাকা এবং বিভাগীয় পর্যায়ে ১২ জনকে ২ হাজার টাকা করে পুরস্কার ও সনদ দেওয়া হবে।

উপজেলা থেকে প্রতিযোগিতার মাধ্যমে তিনটি গ্রুপে চারটি বিষয়ে ১২ জনকে উপজেলার সেরা মেধাবী বাছাই করে জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য পাঠানো হবে। প্রতিটি জেলা থেকে একইভাবে ১২ জনকে জেলার সেরা মেধাবী বাছাই করে বিভাগীয় প্রতিযোগিতায় পাঠানো হবে।

সাতটি বিভাগ ও ঢাকা বিভাগীয় মহানগরী থেকে নির্বাচিত ৯৬ জন সেরা বিভাগীয় মেধাবী জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। সেখান থেকে নির্বাচন করা হবে জাতীয় পর্যায়ে বছরের সেরা মেধাবী ১২ জন। তাদেরকে সনদসহ এক লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে।


বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।