ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে রক্ত ছিটিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪
বাকৃবিতে রক্ত ছিটিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন অনুষদের প্রবেশ পথে রক্ত ছিটিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্র ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি পালিত হয়।



প্রত্যক্ষদর্শীরা জানান, সিরিঞ্জে করে রক্ত নিয়ে দুপুরে মাৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে যায় শিক্ষার্থীরা। পরে, তারা বিভিন্ন অনুষদের প্রবেশ পথে রক্ত ছিটিয়ে সাদ হত্যার প্রতিবাদ জানায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ক্লাস-পরীক্ষা বর্জন করার পরও বিভিন্ন অনুষদে ক্লাস-পরীক্ষা হয়েছে। তাই আমরা সাদের প্রতীকী রক্ত ছিটিয়েছি। কেউ ক্লাস করতে চাইলে এবং কোনো শিক্ষক ক্লাস নিতে চাইলে সাদের রক্তের উপর দিয়ে ক্লাসে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।