ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে দু’গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪
পবিপ্রবিতে দু’গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পবিপ্রবি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে বসা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। তবে তাদের নাম জানা যায়নি।

পবিপ্রবির প্রক্টর কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয়ের বাসে বসা নিয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান হোসেনের সঙ্গে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি আতিকের বাকবিতণ্ডা হয়।

এ নিয়ে সিনিয়র ও জুনিয়র ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সাড়ে ১২টার দিকে জুনিয়র গ্রুপ ও সিনিয়র গ্রুপ ছাত্ররা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা, রড নিয়ে একে অপরের ওপর চড়াও হয়।

এতে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের জানালা-দরজা ভাঙচুর করে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন ছাত্র আহত হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।

পরে ছাত্ররা পাবনা-ঢাকা মহাসড়ক কিছু সময় অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে রাস্তার উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।  

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, তুচ্ছ বিষয় নিয়ে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার সৃষ্টি করেছে। এখন পরিবেশ শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।