ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ভেটেরিনারি দিবস উদযাপন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪
রাবিতে ভেটেরিনারি দিবস উদযাপন

রাবি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান তৃতীয় বিজ্ঞান ভবন চত্বরে কবুতর উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন।



পরে বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়।   

শোভাযাত্রা শেষে সকাল ১০টায় ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের সেমিনার কক্ষে ‘অ্যানিমেল ওয়েল ফেয়ার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ লাইভ স্টক সোসাইটির সভাপতি প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর খালেকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের পরিচালক প্রফেসর তানজিমা ইয়াসমিন, কৃষি অনুষদের ডিন ড. শাহানা কায়েস, অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের সভাপতি ড. খন্দকার মোজাফফর হোসেন, বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রফিকুল আলম, বিভাগীয় বন এবং বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা মোল্যা রেজাউল করিম।

সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। এর আগে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।