ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে টেগরা পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক সেমিনার

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪
বাকৃবিতে টেগরা পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক সেমিনার

বাকৃবি: সাধারণ মানুষকে আধুনিক চাষাবাদ সম্পর্কে সচেতন করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শনিবার টেগরা পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কিত এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে কৃষিতত্ত্ব বিভাগ ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জীবন কৃষ্ণ রায়।

বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মশিউর রহমানের সভাপতিত্বে ও অধ্যাপক ড. মো. আবদুল কাদেরের সঞ্চালনায় সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. লুৎফুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈজ্ঞানিক উপায়ে চারা লাগানো এবং স্বল্প সময়ে অধিক জায়গায় চারা লাগানোই হলো টেগরা পদ্ধতি। এ পদ্ধতিতে সাধারণ পদ্ধতির চেয়ে প্রায় ১৪ গুণ বেশি ফলন পাওয়া যায়।

অনুষ্ঠানে কৃষি বিজ্ঞানী এবং শিক্ষকরা অংশগ্রহণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব খামারে মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।