ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
রাবিতে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৬তম আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।



এ সময় হল প্রাধ্যক্ষগণ নিজ নিজ হলের পতাকা উত্তোলন করেন। পরে উপ-উপাচার্য অংশগ্রহণকারী খেলোয়াড়দের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। এরপর মশাল প্রজ্জ্বলন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক্স অ্যান্ড অ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি প্রফেসর মো. আনসার উদ্দিন, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ৩৯টি ইভেন্টে ১৬টি দলের প্রায় একশ ৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।