ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের প্রতীকী অনশন

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের প্রতীকী অনশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১১ দফা বাস্তবায়নের দাবিতে প্রতীকী অনশন ও মহাপরিচালক বরাবর দাবিনামা দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

রোববার বিকেল ৩টার দিকে শিক্ষা থানা/উপজেলা ভিত্তিক এ প্রতীকী অনশন পালন করা হয়।

পরে, থানা/উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে মহাপরিচালক বরাবর দাবিনামা দেন শিক্ষকরা।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির আহ্বায়ক নাসরিন সুলতানা ও সদস্য সচিব মোহাম্মদ শামছুদ্দীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সহকারী শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে, সহকারী শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি, বেতন বৈষম্য দূরীকরণ, সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান।

রাজধানীর মিরপুর, গুলশান, মোহাম্মাদপুর শিক্ষা থানাসহ অন্যান্য থানায় প্রতীকী অনশন শেষে থানা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে মহাপরিচালক বরাবর দাবি নামা দেওয়া হয়েছে।

এছাড়া, নোয়াখালী, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রংপুর, পঞ্চগড়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, দিনাজপুর, ঝিনাইদহ, ভোলা, পটুয়াখালসহ দেশের বিভিন্ন জেলাধীন শিক্ষা থানাগুলোতে একই কর্মসূচি পালিত হয়েছে।
  
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।