ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এক সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্র গেলেন শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
এক সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্র গেলেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: শিক্ষা বিষয়ক এক সেমিনারে অংশ নিতে এক সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্র গেলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
রোববার রাতে এক ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন।



সফর সঙ্গী হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বুয়েটের উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম, ব্রাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমানসহ ১১ সদস্য।
    
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রিটিশ কাউন্সিল আয়োজিত বিশ্বের বৃহত্তম শিক্ষা সম্মেলন ‘গোয়িং গ্লোবাল ২০১৪’-এ যোগ দিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার রাতে যুক্তরাষ্ট্রের মিয়ামির উদ্দেশ্যে রওনা করেছেন।
 
২৯ এপ্রিল থেকে ০১ মে অনুষ্ঠিতব্য এক হাজারের বেশি শিক্ষক, শিক্ষাবিদ, গবেষক, এডুকেশন লিডারের উপস্থিতিতে এ বিশ্ব সম্মেলনে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
 
সম্মেলনে বিশ্বের উচ্চ শিক্ষা ও কারিগরি শিক্ষার অগ্রগতি ও বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হবে। আগামী ৩০ এপ্রিল এ সম্মেলনের এক প্যানারি সেশনে বাংলাদেশের শিক্ষা পরিস্থিতি তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
 
আগামী ৪ মে শিক্ষামন্ত্রী ঢাকা ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।