ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির গ্রীষ্মকালীন ছুটি ১০ দিন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
রাবির গ্রীষ্মকালীন ছুটি ১০ দিন

রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি ক্যালেন্ডার অনুযায়ী ১ মে থেকে ১০ জুন নির্ধারিত থাকলেও তা কমিয়ে ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন কারণে গত বছরের শুরুর দিকে এবং গত ফেব্রুয়ারি মাসে অনাকাঙ্ক্ষিত বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।



বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্ধিত বেতন ফি ও সান্ধ্যকোর্স বিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত ৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ছিল। ফলে এ সময় বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত হয়ে যায়। এরপর চলতি মাসেও ছাত্র সংগঠনের ধর্মঘটে চারদিন ক্যাম্পাস বন্ধ থাকে।

অনাকাঙ্ক্ষিত বন্ধে সেশন জট বৃদ্ধি পাওয়ায় ছুটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি থাকবে। এই ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।