ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ১

স্টাফ ও রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
রাবি ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ১ ছবি : প্রতীকী

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় জড়িত যুবককে সহযোগিতার অভিযোগে সুরজিত সরকার নামের এক সবজি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।



সোমবার সন্ধ্যায় মতিহার থানায় আহত ছাত্রীর চাচা গওহর কল্লোল বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা দায়ের করে। পরে তা দ্রুত বিচার আইনে রুজু করা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হেসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, মামলায় ছুরিকাঘাতের ঘটনায় দোষী যুবক মমতাজুল ইসলাম হিমু ও আটক সবজি বিক্রেতা সুরজিত সরকারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করা হয়েছে।

ওসি আরো জানান, সুরজিত সরকার কাজলা বাজারে সবজি বিক্রি করেন। তিনি মোবাইল ফোনে ছাত্রীর অবস্থান সম্পর্কে ওই যুবককে তথ্য দিয়েছিলেন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীকে ছুরিকাঘাত করে স্থানীয় যুবক মমতাজুল ইসলাম হিমু। তার বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন তালাইমাড়ি এলাকায়।

প্রেমঘটিত দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে  বাংলানিউজকে জানান ওই ছাত্রীর সহপাঠীরা।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।