ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নবাগতদের বরণ করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
নবাগতদের বরণ করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

সাভার (ঢাকা): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীর নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে শিক্ষার্থীদের বরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেন, উচ্চতর শিক্ষালাভ ও গবেষণার পাশাপাশি জাতির যোগ্যতম নাগরিক হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে গড়ে উঠতে হবে। আর সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের এখন থেকেই কাজ করতে হবে।

এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, প্রযুক্তিবিমুখতা আজকের দিনে আত্মহত্যারই নামান্তর। শিক্ষার্থীরা যুগধর্মের প্রতি সুবিচার করবে এবং প্রযুক্তিবান্ধব হবে এটাই আমার প্রত্যাশা।

তিনি বলেন, বাংলাদেশে এখনও বেশিরভাগ মেয়ে আঠারো বছরে পৌঁছানোর আগেই স্বামী-সংসার নিয়ে ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়ে আবদ্ধ হয়ে পড়ে। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে যে মেয়েরা তোমাদের সহপাঠী ছিল, তাদের সিংহভাগই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। যা দেশের জন্য মঙ্গলজনক নয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালোকে গ্রহণ করবে এবং মন্দকে বর্জন করবে। এই আদর্শে চলতে পারলে জীবনে সফলতা আসবে।

নবীন বরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলীসহ বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের শিক্ষকরা।

অনুষ্ঠানের শেষে উপাচার্য নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।