ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবির ইংরেজি বিভাগে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
কুবির  ইংরেজি  বিভাগে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় এবং অষ্টম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কুমিল্লা টির্সাস ট্রেনিং সেন্টার মিলনায়তনে এ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
ইংরেজি প্রথম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষে তাদের বিদায়ী সংবর্ধনা দেন ওই বিভাগের  শিক্ষক ও শিক্ষার্থীরা। একই সঙ্গে অষ্টম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।

ইংরে‍জি বিভাগের চেয়ারম্যান জাহিদুল আলমের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভিসি প্রফেসর ড. আলী আশরাফ, ট্রেজারার প্রফেসর কুণ্ডু গোপীদাস, বিভাগের সহকারী অধ্যাপক এম এম শরীফুল করিম, আলী রেজোয়ান তালুকদার প্রমুখ।

প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. আলী আশরাফ বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও জাতি ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, নবীনরা তোমাদের মেধা এবং যোগ্যতা দিয়ে একটি গুরূত্বপূর্ণ বিভাগে ভর্তি হয়েছ, তাই তোমাদের মেধার সর্বোচ্চ সদ্বব্যবহার করতে হবে।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিদায়ী শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে জাতি ও সমাজ গঠনে গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
  
বিভাগের চেয়ারম্যান  বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর ইংরেজি বিভাগের প্রথম বিদায় অনুষ্ঠান করতে পেরে আমি খুব আনন্দিত। আমরা শুধু একজন ভাল ছাত্রই তৈরি করব না জাতির কল্যাণে একজন ভাল মানুষ তৈরি করতে চাই।

অনুষ্ঠান শেষে ইংরেজি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী তারিন বিনতে এনাম ও ৪র্থ ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলামের সঞ্চলনায় বিভাগের বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।