ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে বাকৃবি!

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মে ১, ২০১৪
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে বাকৃবি!

বাকৃবি (ময়মনসিংহ): ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে অনুষদীয় ছাত্র সমিতির নেতাদের আন্দোলনের মুখে গত ২দিন ধরে নিজ বাসভবনে অবরুদ্ধ হয়ে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক।

এদিকে বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার সকাল ১১টায় জরুরি সিন্ডিকেট সভার ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।



আর তাই সিন্ডিকেট সভায় কি সিদ্ধান্ত হবে তা নিয়ে কৌতুহলের শেষ নেই শিক্ষার্থীদের মধ্যে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারণা করছেন আজকের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করবেন উপাচার্য।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় স্থিতিশীল করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে টানা ২য় দিনের মত উপাচার্যের বাসভবনের সামনে রাত জেগে অবস্থান ধর্মঘট পালন করছে অনুষদীয় ছাত্র সমিতির নেতারা। দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।