ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩ ঘণ্টা বিলম্বে বাকৃবির সিন্ডিকেট সভা শুরু

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মে ১, ২০১৪
৩ ঘণ্টা বিলম্বে বাকৃবির সিন্ডিকেট সভা শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে অনুষদীয় ছাত্র সমিতির আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় বন্ধ করা হবে না এমন শর্তে ৩ ঘণ্টা দেরিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সিন্ডিকেট সভা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা যথাসময়ে উপস্থিত হলেও অনুষদীয় ছাত্র সমিতির নেত‍াদের আন্দোলনের মুখে সভা শুরু করতে ব্যর্থ হন।



পরে দুপুর দেড়টার দিকে তারা অনুষদীয় ছাত্র সমিতির অবস্থান ধর্মঘটে এসে আন্দোলনকারীদের দাবির সঙ্গে একমত পোষণ করে সভা করতে দেওয়ার জন্য অনুরোধ জানানোর পর সভা করতে দেওয়া হয়।

তবে আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে না এমন শর্ত সাপেক্ষে ৩ ঘণ্টা উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট সভা শুরু হয়।

গত মঙ্গলবার বিকেল ৪টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে আসছে অনুষদীয় ছাত্র সমিতির নেতারা।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মে ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।